ডিএসইতে দাম কমার শীর্ষে প্রাইম ফার্স্ট ফান্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর, ২০২৪ থেকে ২ জানুয়ারি, ২০২৫) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
শনিবার (৪ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে ১১.৮৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ৩০.৪০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৬.৮০ টাকা। এর ফলে ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ৯.৭৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৮৫ শতাংশ, জুট স্পিনার্সের ৮.৭৫ শতাংশ, বিকন ফার্মার ৮.০১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৭.৭৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.৬৬ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৬.২৬ শতাংশ ও ড্রাগন সোয়েটারের ৬.১৪ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/রফিক