ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ছুটিতে পাঠানো এমডিদের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৫ জানুয়ারি ২০২৫  
ছুটিতে পাঠানো এমডিদের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা 

আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোর নিজস্ব পরিচালনা পর্ষদ জরুরি বৈঠক করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।এসব ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি বলেন, “ব্যাংকগুলোকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের এমডিরা যাতে নিরীক্ষায় কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ করতে না পারে সেজন্য তাদেরকে বাধ্যতামূলক সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম না পেলে তারা ছুটি শেষে যোগদান করে দায়িত্ব পালন করতে পারবেন। আর কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে।”

আরো পড়ুন:

ঢাকা/এনএফ/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়