ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ৬ জানুয়ারি ২০২৫  
প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছে। এ তিন মাসে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৮১ শতাংশে। ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা ছিল ৬.০৪ শতাংশ।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের হিসাব অনুযায়ী, চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬৬ বিলিয়ন টাকা, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা ছিল ১১ হাজার ৭০৩ বিলিয়ন টাকা।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ১.৮১ শতাংশ, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা ছিল ৬.০৪ শতাংশ।

কৃষি খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.১৬ শতাংশ। ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি ছিল ০.৩৫ শতাংশ।

শিল্প খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২.১৩ শতাংশ। ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৮.২২ শতাংশ।

সেবা খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.৫৪ শতাংশ। ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৫.০৭ শতাংশ।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়