ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন-ফেব্রিক প্রদর্শনী শুরু ১৫ জানুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৬ জানুয়ারি ২০২৫  
ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন-ফেব্রিক প্রদর্শনী শুরু ১৫ জানুয়ারি

ঢাকায় চার দিনব্যাপী ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। প্রদর্শনী শেষ হবে ১৮ জানুয়ারি। সেমস-গ্লোবাল ইউএসএ ও চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এই প্রদর্শনী আয়োজন করছে।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন, ইসলাম,সেমস-গ্লোবালের সিইও এস এম সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম। এ ছাড়া অনলাইনে চীনের বেইজিং থেকে যুক্ত ছিলেন সিসিপিআইটি টেক্স এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ও ডিরেক্টর চেন বো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন-ফেব্রিক প্রদর্শনীতে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টরা অংশগ্রহণ করবে।  থাকবে ৬৫০টির বেশি বুথ। প্রদর্শনীতে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করবে। পাশাপাশি, প্রদর্শনী চলাকালীন ৩টি আন্তর্জাতিক সেমিনার হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।  

আয়োজকরা জানায়, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশের পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক আন্তর্জাতিক প্রদর্শনী এটি। বিশ্বব্যাপী ডেনিম, জিন্স এবং আনুষঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম ও পোশাক শিল্পের উপর গুরুত্বারোপ করা হবে এই প্রদর্শনীতে। এ প্রদর্শনী সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের একটি অংশ। যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে ভূমিকা পালন করেছে।

আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ), নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা, এটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত। সেমস-গ্লোবাল ট্রেড শো আয়োজন করে। এ ছাড়া ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিসিপিআইটি টেক্স। চীনা টেক্সটাইল ও পোশাক শিল্পের সাথে এ খাতের বৈশ্বিক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, ব্যবসায়িক সহযোগিতা, পেশাদারিত্ব ও চমৎকার নেটওয়ার্কিংয়ের জন্য খ্যাতি অর্জন করেছে।

ঢাকা/এনএফ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়