ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

ভারত থেকে আসছে ৫০ হাজার মেট্রিক টন চাল

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৪৪, ৬ জানুয়ারি ২০২৫
ভারত থেকে আসছে ৫০ হাজার মেট্রিক টন চাল

ফাইল ছবি

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারি সরবরাহ ব্যবস্থা সচল রাখার অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চাল ক্রয় করা হবে। ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৪৫৮.৮৪ মার্কিন ডলার হিসেবে মোট খরচ হবে ২৭৫,৩০,৪০,০০০ টাকা।

সূত্র জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরাসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে চাল সংগ্রহ করে থাকে। ২০২৪-২০২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬.০০ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি'র অনুমোদন নেওয়া হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২.০০ লাখ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল এবং জি টু জি পদ্ধতিতে ১,০০ লাখ মেট্রিক টন আতপ চালসহ মোট ৩.০০ লাখ মেট্রিক টন চাল কেনার চুক্তি সম্পাদিত হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং জি টু জি পদ্ধতিতে আরও চাল আমদানির কার্যক্রম চলমান রয়েছে। চাল আমদানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য অধিদপ্তর কর্তৃক চাল ক্রয়ের জন্য গত ২০২৪ সালের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের শেষ সময় চলতি জানুয়ারি মাসের ১ তারিখের মধ্যে মোট ৬টি দরপত্র জমা পড়ে।

আরো পড়ুন:

সূত্র জানায়, গত ২ জানুয়ারি দরপত্র মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। দরপত্রে ভারতের রায়গঞ্জের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রা. লি. দরপত্রে প্রতি মেট্রিক টন চালের দাম ৪৫৮.৮৪ মার্কিন ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হন। এছাড়া সিঙ্গাপুর ভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যশনাল প্রা.লি. প্রতি মেট্রিক টনের দাম ৪৫৯.৬৪ মাকিন ডলার, ভারতের ভেলপুরের মেসার্স পাত্তবি অ্যাগ্রো ফুডস প্রা. লি. ৪৫৯.৭৯ মার্কিন ডলার, নয়া দিল্লির মেসার্স সায়েল, অ্যাগ্রি কমডিটিজ লি. ৪৬৪.২৫ মার্কিন ডলার, পশ্চিম বাংলার বীরভূমের মেসার্স মন্ডল স্টোন প্রডাক্টস প্রা.লি. ৪৬৮.২৫ মার্কিন ডলার এবং সিঙ্গাপুর ভিত্তিক মেসার্স আদিত্য বিড়ালা গ্লোবাল ট্রেডিং প্রা. লি. প্রতি মেট্রিক টন চালের দাম ৪৮২.০০ মার্কিন ডলার উল্লেখ করে। ফলে দরপত্র মূল্যায়ন কমিটি মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করে।

সূত্র জানায়, দরপত্র বিজ্ঞপ্তি ও সিডিউলে ক্রয়যোগ্য চালের গুণগত মান সম্পর্কে বিনির্দেশ দেওয়া আছে। উল্লেখ্য, বিদেশ থেকে সরকারিভাবে খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে পণ্য আগমনের পর পণ্য খালাসের আগেই দরদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা খাদ্য অধিদপ্তরের স্থানীয় পরীক্ষাগারে পরীক্ষা করা হয় এবং পরে সংগৃহীত নমুনা কম্পোজিট করে এক প্যাকেট পরীক্ষার জন্য খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়। খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগারে তা পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করা হয়। দরপত্রে উল্লিখিত নির্দেশের কোনো প্যারামিটারের সঙ্গে পণ্যের প্রাপ্ত গুণগত মান নিম্নমানের হলে দরপত্রে উল্লিখিত সমুদয় চাল প্রত্যাখান করার বিধান রয়েছে।

সূত্র জানায়, চাল আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র অনুসরণ করে আমদানির লক্ষ্যে পিপিআর, ২০০৮ এর বিধি ৮৩(১) (ক) অনুযায়ী দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণের বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন রয়েছে। খাদ্য অধিদপ্তর কর্তৃক গঠিত বাজার যাচাই কমিটির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বন্দর পর্যন্ত প্রতি মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল শুল্কপূর্ব মূল্য যাচাই করে দেখা যায় ভারত থেকে কম সময়ে এবং কম মূল্যে এই চাল আমদানি করা লাভজনক।

ভারতের পশ্চিম উপকূল থেকে আমদানি করা হলে প্রতি মেট্রিক টনের দাম ৪৯৩.৩৯ মার্কিন ডলার, পূর্ব উপকূল থেকে আনলে দাম পড়বে ৪৮৫.৫১ মার্কিন ডলার, পাকিস্তানের করাচি থেকে আনলে প্রতি মেট্রিক টনের দাম ৫৩৬.২১ মার্কিন ডলার, থাইল্যান্ড থেকে দাম পড়বে ৫৫৩.২৮ মার্কিন ডলার আর ভিয়েতনাম থেকে থেকে আনলে প্রতি মেট্রিক টনের দাম ৫৩৭.১২ ডলার। অর্থাৎ প্রতি মেট্রিক টন চালের গড় দাম ৫২১.১০ মার্কিন  ডলার।

দরপত্র মূল্যায়ন কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে দরপত্রে অংশগ্রহণকারী ৬টি প্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য দরদাতা ঘোষণা করে। গ্রহণযোগ্য দরদাতাদের মধ্যে সর্বনিম্ন দরদাতা মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের দাখিলকৃত দরপত্রে ৫০,০০০ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চালের জন্য উদ্ধৃত দর প্রতি মেট্রিক টন ৪৫৮.৮৪ মার্কিন ডলার।

এছাড়া ভারত,পাকিস্তান,থাইল্যান্ড ও ভিয়েতনাম এই ৪টি দেশের  গড় দর (৫২১.১০. মার্কিন ডলার) অপেক্ষা (৫২১.১০-৪৫৮.৮৪)=৬২.২৬ মার্কিন ডলার কম। এছাড়া মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের প্রদত্ত দর বাংলাদেশের বন্দর পর্যন্ত প্রতি মেট্রিক টন ৪৫৮.৮৪ মার্কিন ডলার যা বাজার দর যাচাই কমিটির প্রদত্ত প্রাক্কলিত দরের চেয়ে কম হওয়ায় উক্ত দর গ্রহণের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ করে।

অর্থাৎ দরপত্রে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের প্রস্তাবিত দর ৪৫৮.৬৪ মার্কিন ডলার (প্রতি কেজি ৫৫.০৬০৮ টাকা) হিসেবে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ে মোট ব্যয় হবে ২ কোটি ২৯ লাখ ৪২ হাজার টাকা। এ সংক্রান্ত একটি ক্রয়  প্রস্তাবে অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

ঢাকা/হাসনাত/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়