বিসিএমআইএর সঙ্গে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিসিএমআইএর নেতৃত্বে বিনিয়োগকারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে অর্থ উপদেষ্টা বার্তাবাহক পাঠিয়ে বৈঠকে সম্মতির কথা জানান।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নুরুল ইসলাম মানিক রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরুল ইসলাম মানিক বলেছেন, “ডিএসইর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে বেলা ১২টার দিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আমাদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন বলে বার্তা পাঠান। আমরা এ খবর পেয়ে আনন্দিত। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আমরা পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে বাঁচাতে অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করেছি। বিষয়টি অর্থ উপদেষ্টার দৃষ্টিগোচর হয়েছে। শিগগিরই এ বৈঠক হবে বলে আশা করছি।”
মঙ্গলবার সকালে রাজধানীর নিকুঞ্জে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নুরুল ইসলাম মানিকের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীরা।
মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, “পুঁজিবাজারে দরপতন অব্যাহত আছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি—বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ। বিএসইসির নতুন চেয়ারম্যান অযোগ্য। তাকে দিয়ে এই পুঁজিবাজারে ভালো কিছু আশা করা যায় না। তার প্রতি বিনিয়োগকারীদের কোনো আস্থা নেই। আমাদের টাকা ও মান-সম্মান গেছে। পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের ফলে প্রতিদিন বিনিয়োগকারীদের শেয়ার ফোর্সড সেল করা হচ্ছে। এতে প্রতিদিনই কোনো না কোনো বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছেন। গত দুই মাসে টানা দরপতনের ফলে আমাদের বিনিয়োগকৃত অর্থের ৭০ শতাংশ কমে গেছে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে বাঁচাতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছি।”
ঢাকা/এনটি/রফিক