আমানত বেড়েছে ইসলামী ধারার ব্যাংকগুলোর
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত কিছুটা বেড়েছে। একইসঙ্গে ঋণ বিতরণ বা বিনিয়োগও এক মাসের ব্যবধানে কিছুটা কমেছে। তবে, ইসলামী ধারার ব্যাংকগুলোতে আমানতের চেয়ে ঋণ বা বিনিয়োগের হার বেশিই রয়ে গেছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বর মাসে আমানতের পরিমাণ বেড়েছে শূন্য দশমিক ৫৭ শতাংশ। বিপরীত দিকে, একই সময়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ বা বিনিয়োগ কমেছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ।
ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইসলামী ধারার ব্যাংকগুলোতে সেপ্টেম্বর শেষে আমানত দাঁড়ায় ৪ লাখ ৩৪ হাজার ২৬৭ কোটি টাকা। আগস্টে আমানতের পরিমাণ ছিল ৪ লাখ ৩১ হাজার ৮০৫ কোটি টাকা। এক মাসের ব্যবধানে আমানতের পরিমাণ বেড়েছে ২ হাজার ৪৬২ কোটি টাকা বা শূন্য দশমিক ৫৭ শতাংশ।
এদিকে, সেপ্টেম্বরে ঋণ বিতরণ হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৯৫১ কোটি টাকা। আগস্টে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৫ লাখ ১৬ হাজার ৯৯১ কোটি টাকা। মাসের ব্যবধানে ঋণ বিতরণ সামান্য কমেছে।
তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ইসলামী ব্যাংকগুলোর আমদানি ব্যয় পরিশোধের পরিমাণ কমেছে, রপ্তানি আয় বেড়েছে। সেপ্টেম্বরে এসব ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় এসেছে ১০ হাজার ৩৯ কোটি টাকা, আগস্ট মাসে এসেছিল ৮ হাজার ১৯৩ কোটি টাকা। সেপ্টেম্বরে আমদানি ব্যয় পরিশোধ করেছে ১২ হাজার ৮৩৪ কোটি টাকা। আগস্ট মাসে তা ছিল ১৩ হাজার ১৪৭ কোটি টাকা। মাসের ব্যবধানে আমদানি ব্যয় ৩০৯ কোটি টাকা কম পরিশোধ করা হয়েছে।
সেপ্টেম্বর মাসে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬ হাজার ৪৭৭ কোটি টাকা। আগস্ট মাসে এসব ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৬ হাজার ৩৩৩ কোটি টাকা।
ইসলামী ব্যাংকগুলোর মধ্যে অধিকাংশই এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এসব ব্যাংক থেকে নামে-বেনামে ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়েছে এস আলম গ্রুপ। আমানতের তুলনায় বেশি হারে ঋণ বিতরণ করায় এসব ব্যাংকের এডিআর রেশিও (ঋণ-আমানত অনুপাত) বেড়ে গেছে। একপর্যায়ে এসব ব্যাংক তারল্য সংকটে পড়ে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হয়ে ব্যাংকগুলোকে অন্য ব্যাংক থেকে ঋণ সহায়তার মাধ্যমে তারল্যের যোগান দিয়েছে। ধীরে ধীরে ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গ্রাহকের আস্থা বাড়ানোর চেষ্টার করছে নতুন পরিচালনা পর্ষদ। এর ধারাবাহিকতায় ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আগের চেয়ে বেড়েছে।
বাংলাদেশে বর্তমানে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আছে ১০টি। সেগুলো হচ্ছে—ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।
ঢাকা/এনএফ/রফিক