ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

বিচ হ্যাচারির আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের আপত্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১২ জানুয়ারি ২০২৫  
বিচ হ্যাচারির আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের আপত্তি

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের বিরুদ্ধে আর্থিক প্রতিবেদনে ভুয়া আয় দেখানোর পাশাপাশি ব্যয়ের ক্ষেত্রে মিথ্যা তথ্য দেখানোর অভিযোগ উঠেছে। ফলে সংশ্লিষ্ট নিরীক্ষককে আয় ও ব্যয়ের কোনো ব্যাখ্যা বা প্রমাণাদি দেখাতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। এতে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক।

কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমন তথ্য বেরিয়ে এসেছে।

তথ্য মতে, বিচ হ্যাচারির আর্থিক হিসাবে ২২ কোটি ১ লাখ টাকার পণ্য বিক্রি দেখানো হয়েছে। কিন্তু ব্যাংক হিসাবে পাওয়া গেছে মাত্র ৩ কোটি ৮ লাখ টাকা। এক্ষেত্রে পার্থক্য হওয়া ১৮ কোটি ৯৪ লাখ টাকা নগদে বিক্রি দেখিয়েছে বিচ হ্যাচারি কর্তৃপক্ষ। কোম্পানিটি কারসাজির জন্য অতিরঞ্জিত আয় এবং ব্যয় কম দেখিয়ে নিট মুনাফা বেশি দেখিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন নিরীক্ষক। এ নিয়ে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ব্যয়জনিত দায় দেখিয়েছে ৯৫ লাখ টাকা। কিন্তু তারা অ্যাকাউন্টস সঠিকভাবে করেনি এবং ওই দায়ের স্বপক্ষে কোন প্রমাণাদি দেখাতে পারেনি। ফলে ওই দায়ের সত্যতা যাচাই করা যায়নি।

কোম্পানিটির ২০ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে, যা দীর্ঘদিন ধরে হিসাবে দেখানো হচ্ছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এ বিষয়ে সঠিক অ্যাকাউন্টস রক্ষণাবেক্ষণ করে না বলে জানিয়েছেন নিরীক্ষক।

এছাড়া কোম্পানির কাছে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ টাকা দাবি করে চিঠি দিয়েছে আয়কর কর্তৃপক্ষ। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ওই দাবি পরিশোধে পর্যাপ্ত প্রভিশনিং করেনি।

এদিকে কোম্পানিটির কর্তৃপক্ষ আইএএস-১২ এর ৫৮ অনুযায়ী, ডেফার্ড ট্যাক্স গণনা করেনি। এছাড়া আইএএস-২৪ এর ১৭ অনুযায়ি রিলেটেড পার্টি ডিসক্লোজারস দেয়নি।

প্রসঙ্গত, ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বিচ হ্যাচারির পরিশোধিত মূলধনের পরিমাণ ৪১ কোটি ৪০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৫.০৩ শতাংশ।

ঢাকা/এনটি/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়