ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নবগঙ্গা ট্রেডিংয়ের পরিচালক শম্পা রানীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ১২ জানুয়ারি ২০২৫  
নবগঙ্গা ট্রেডিংয়ের পরিচালক শম্পা রানীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক শম্পা রানীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রবিবার (১২ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক শম্পা রানী সাহা নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃক উত্তরা ফাইন্যান্স লি. থেকে আত্মসাত করা অর্থ দিয়ে অবৈধ সম্পদ অর্জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। শম্পা রানী সাহা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

দুদকের পক্ষে রেজাউল করিম রেজা শুনানি করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

ঢাকা/মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়