ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ওয়ালটন হাই-টেক পার্কে শুরু প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ 

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:১৭, ১৪ জানুয়ারি ২০২৫
ওয়ালটন হাই-টেক পার্কে শুরু প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ 

 বেলুন উড়িয়ে ‘ওয়ালটন প্লাজা চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’ এর উদ্বোধন করছেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

‘আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে শুরু হয়েছে প্লাজার দিনব্যাপী ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’। এতে দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজা থেকে সহস্রাধিক ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ক্রেডিট ম্যানেজারসহ বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে বেলুন উড়িয়ে দিনব্যাপী প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হানসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা।

চ্যালেঞ্জার্স সামিট-২০২৫ উপলক্ষে ওয়ালটন হাই-টেক পার্কে তৈরি করা হয়েছে সুবিশাল সম্মেলন কক্ষ। নির্মাণ করা হয়েছে সুদৃশ্য মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো হাই-টেক পার্ক। সামিটে অংশ নিতে মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক কর্মকর্তারা এসেছেন। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে ওয়ালটন হাই-টেক পার্কের আঙ্গিনা।

চ্যালেঞ্জার্র্স সামিটে ওয়ালটন প্লাজার বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায়ে চলমান বিক্রয় কার্যক্রমকে আরো গতিশীল ও ত্বরান্বিত করতে ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হবে।

পাশাপাশি, গত বছর প্লাজার বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় চ্যালেঞ্জার্স সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন প্লাজার ম্যানেজার, চিফ ডিভিশনাল অফিসার, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, অফিস এ্যাসিস্ট্যান্টসহ ১৯০ জনকে পুরস্কৃত করা হবে।

দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন পণ্য বাজারজাতকারী এবং দেশের সর্ববৃহৎ কনজ্যুমার ইলেকট্রনিক্স সেলস নেটওয়ার্ক ‘ওয়ালটন প্লাজা’ প্রতিবছরই সেলস এক্সিকিউটিভদের নিয়ে বড় ধরনের সম্মেলন আয়োজন করে আসছে। এর মাধ্যমে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যক্রম ব্যাপকভাবে ত্বরান্বিত হয়। সম্মেলনে সেলস এক্সিকিউটিভদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন ওয়ালটন কর্তৃপক্ষ।

চ্যালেঞ্জার্স সামিটে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার ও মো. ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি প্রকৌশলী লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ওয়ালটন প্লাজা’র দিনব্যাপী ‘চ্যালেঞ্জার্র্স সামিট-২০২৫’।

ঢাকা/আকরাম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়