ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২০ জানুয়ারি ২০২৫  
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

উঠে গেল ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা। ফলে এখন থেকে বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। দাপ্তরিক প্রয়োজনে নিজ নিজ ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।
 বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে রবিবার (১৯ জানুয়ারি) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। 

নির্দেশনায় বলা হয়, ২০২৪ সালের ১১ জুন এক সার্কুলারের মাধ্যমে ব্যাংক-কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে কিছু ক্ষেত্রে ব্যাংকের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিজ নিজ ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারতেন।

এমন পরিস্থিতিতে নির্দেশনায় বলা হয়, এখন থেকে দাপ্তরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণের নীতিমালা মেনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা দেশের বাইরে যেতে পারবেন।

ঢাকা/এনএফ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়