ঢাকা     শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৮ ১৪৩১

ঋণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৩০ জানুয়ারি ২০২৫  
ঋণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি 

ঋণ নিয়ে ক্ষতির মুখে পড়া গ্রহীতাদের ব্যবসায় প্রতিষ্ঠান পুনর্গঠনে নীতি সহায়তা দিতে পাঁচ সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ  ব্যাংক। 

প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত করতে কী ধরনের নীতি সহায়তা প্রয়োজন, সেটি দিতে সুপারিশ করবে এই কমিটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিপাটমেন্টের নির্বাহী পরিচালক মেজবাহ উল হককে। বিআরপিডির পরিচালক শাহরিয়ারকে সদস্য সচিব করে গঠন করা এই কমিটির অন্য সদস্যরা হলেন: যুগ্ম সচিব (এফআইডি) ড. দেলোয়ার হোসেন, অর্থনীতিবিদ মামুন রশিদ, ব্যবসায়িক প্রতিনিধি হকস বে এর আব্দুল হক।

কমিটি প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিবিধ নিয়ন্ত্রণবহির্ভূত কারণ যেমন- কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ ও সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সৃষ্ট অভিঘাত মোকাবিলা করে দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও তাদের প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার সুপারিশ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে। 

নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ঋণগ্রহীতা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না এবং সমস্যাসংকুল প্রতিষ্ঠানের পুনর্গঠন ও প্রতিষ্ঠানকে নীতি সহায়তা প্রদানের মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কি না, তা যাছাই-বাছাই করে সুপারিশ করবে এই কমিটি। 

৫০ কোটি টাকা বা এর বেশি অঙ্কের যে সব ঋণ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণিকৃত হয়েছে, সেগুলোই এই কমিটির আওতায় পড়বে।

ঢাকা/এনএফ/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়