ঢাকা     রোববার   ০৯ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৪ ১৪৩১

ভারত-মিয়ানমার থেকে এলো সাড়ে ৩০ হাজার টন চাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৫  
ভারত-মিয়ানমার থেকে এলো সাড়ে ৩০ হাজার টন চাল

মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা সাড়ে ৩০ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছেছে। 

এর মধ্যে মিয়ানমার থেকে এসেছে ২৩ হাজার টন এবং ভারত থেকে সাড়ে ৭ হাজার টন চাল।  

শুক্রবার (৩১ জানুয়ারি) জি-টু-জি ভিত্তিতে মিয়ানমার থেকে কেনা আতপ চাল এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা চাল বন্দরে এসে পৌঁছায়।  

খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত বুধবার মিয়ানমার ও ভারত থেকে মোট ৩৭ হাজার টন চাল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

ঢাকা/এএএম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়