শবে বরাত: টুপি ও আতরের দোকানে ভিড়
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ছবি: রাইজিংবিডি
আজ পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি সৌভাগ্যের রাত হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াতে মগ্ন থাকবেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণে দোয়া করেন।
পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে মুসলমানদের অনেকেই এখন ভিড় জমাচ্ছেন টুপি, আতর আর জায়নামাজের দোকানে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-সংলগ্ন রাজধানীর আতর-টুপির প্রধান মার্কেটে গিয়ে দেখা যায়, বেচাকেনা বেশ জমজমাট।
গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. কামলউদ্দিন বলেন, “২০ টাকা থেকে টুপির দাম শুরু হয়ে ২ হাজার টাকা দামের টুপি রয়েছে। অধিকাংশ ক্রেতা ৫০ থেকে ৫০০ টাকা দামের মধ্যে টুপি খুঁজছেন। কিছু টুপি ভারত, পাকিস্তান ও তুরস্ক থেকে আসে। পাশাপাশি দেশি টুপিও আছে, দাম কিছুটা কম।”
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মনির হোসেন টুপি দেখছিলেন। তিনি বলেন, “আজ শবে বরাত। নতুন একটি টুপি কিনেছি। ২৫০-৪০০ টাকার মধ্যে বেশ সুন্দর টুপি পাওয়া যায়।”
‘ইসলাম আতর হাউসে’র মফিজুর রহমান বলেন, “আজ সকাল থেকেই আতরের বিক্রি ভালো। উআল হারমাইন, মুস্তাহ আল তাহারা, আল আরাবিয়া, আসওয়াদ আতর রয়েছে। ভালো মানের আতরের দাম প্রতি মিলিলিটার ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকা।”
আতর কিনতে আসেন আনসারুল হক হক। তিনি বলেন, “আজ সবাইকে নিয়ে শবে বরাতে নামাজে যাব। নতুন টুপির সঙ্গে আতর দেই। তাই আজ আতর কিনেছি।
ঢাকা/এএএম/এসবি