ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

এগ্রো অর্গানিকার কোম্পানি সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১৩ মার্চ ২০২৫  
এগ্রো অর্গানিকার কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেট বা এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসিতে সচিব নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শাহাদাত হোসেনকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ করেছেন। বর্তমানে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন:

প্রসঙ্গত, ২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এগ্রো অর্গানিকা পিএলসি। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির মোট পরিশোধিত মূলধন ৪৩ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩০ লাখ। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে ৩৬.৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫০.৫৩ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়