২৭৩ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল ক্রয় প্রস্তাব অনুমোদন
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রতীকী চিত্র
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ভর্তুকি দামে বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয় ১টি প্রস্তাবে ১০ হাজার মে.টন মসুর ডাল এবং ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়সহ ২ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২৭২ কোটি ৯৮ লাখ টাকা।
মঙ্গলবার (১৮মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব ২ টিতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মে.টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
জানা গেছে, টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মে.টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে। ৪টি দরপ্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন, ঢাকা সর্বনিম্ন দরদাতা হিসেবে এই মসুর ডাল সরবরাহ করবে। প্রতি কেজি ৯৪.২৩ টাকা হিসেবে সর্বমোট ব্যয় হবে ৯৪ কোটি ২৩ লাখ টাকা।
সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি দামে বিক্রির লক্ষ্যে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৫টি দরপ্রস্তাব জমা পড়ে। তার মধ্যে ৩টি দরপ্রস্তাব আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়।
দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন ৩টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল প্রতি লিটার ১৬২.৫০ টাকা হিসেবে সর্বমোট ব্যয় হবে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা। ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল এককভাবে কোন প্রতিষ্ঠান সরবরাহ করতে অপারগতা প্রকাশ করায় ৩টি প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হবে। এরমধ্যে গ্রীণ অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাষ্ট্রিজ, ঢাকা থেকে ২০ হাজার লিটার, মজুমদার প্রোডাক্টস লি. ঢাকা ৪৫ হাজার লিটার এবং মজুমদার ব্রান অয়েল মিলস লি. যশোরের কাছ থেকে ৪৫ হাজার লিটার ক্রয় করা হবে।
২০২৩-২০২৪ অর্থবছরে ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৮ কোটি লিটার। এ পর্যন্ত ক্রয় হয়েছে ১৫ কোটি ২৫ লাখ ৬০ হাজার লিটার।
ঢাকা/হাসনাত/টিপু