টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রবিবার (৬ এপ্রিল) আবার শুরু হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম।
বর্তমানে সারা দেশে প্রায় ৬০ লাখ কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে পণ্য বিক্রি করছে টিসিবি। কার্ডধারী ছাড়াও সর্বসাধারণের জন্য ট্রাকে করে তেল, ডাল, চিনি বিক্রি করে সংস্থাটি।
টিসিবি সূত্রে জানা গেছে, ঈদের আগে সর্বশেষ গত ২৭ মার্চ পর্যন্ত সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করেছিল তারা। সরকারি ছুটি শেষে ৬ এপ্রিল আবার এ কার্যক্রম শুরু হবে।
ঢাকা/হাসান/রফিক