ঈদের আমেজ ব্যাংক পাড়ায়, গ্রাহক উপস্থিতি কম

ফাইল ফটো
ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন ছুটির পর আজ রবিবার (৬ এপ্রিল) ব্যাংক-বিমা ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপস্থিতি ছিল কম, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের আমেজ। রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকা ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা গেছে।
ঈদের ছুটির পর প্রথমদিন ব্যাংক পাড়ায় কর্মকর্তা-কর্মচারীরা ঈদের কুশল বিনিময় করতে দেখা গেছে। তাছাড়া ব্যস্ততা কম থাকায় অনেকেই অলস সময় পার করছে। গ্রাহকদের উপস্থিতি কম থাকায় ঢিলেঢালা লেনদেন চলছে।
ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলাপাকালে তারা জানান, ঈদের ছুটির পর আজ ব্যাংক খুললেও গ্রাহকদের উপস্থিতি সকালের দিকে স্বাভাবিকের তুলনায় কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়ছে। ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু না হওয়ায় বড় ধরনের কোনো লেনদেন হচ্ছে না। যা হচ্ছে তা ছোট ছোট লেনদেন। দু একদিন পর থেকে ব্যাংকগুলোতে পুরোপুরি লেনদেন শুরু হবে বলে আশা করছেন তারা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফরেন এক্সচেঞ্জ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ঈদের ছুটির পর প্রথম লেনদেন কার্যক্রম ঢিলেঢালা চলছে। ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু না হওয়ায় বড় ধরনের কোনো লেনদেন হচ্ছে কম। তবে ছোট্ট লেনদেন হলেও গ্রাহকদের চাপ তুলনামূলক কম। কর্মকর্তাদের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আমেজেই কাটছে আজ। তাছাড়া কর্মকর্তারা ব্যাংকের অভ্যন্তরীণ কিছু কাজে ব্যস্ত সময় পার করছে।
উল্লেখ্য, সাধারণ সময়সূচি অনুযায়ী লেনদেন হচ্ছে ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে ৬টা পর্যন্ত।
ঢাকা/এনএফ/ফিরোজ