ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

লাভেলো আইসক্রিমের ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:৫২, ৭ এপ্রিল ২০২৫
লাভেলো আইসক্রিমের ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হক ১০ লাখ শেয়ার হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানিটির এ উদ্যোক্তা পরিচালকের হাতে ২ কোটি ৮৭ লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে, থেকে ১০ লাখ শেয়ার মো. জাহেদুল হকের কাছে তিনি হস্তান্তর করবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হবে।

আরো পড়ুন:

উল্লেখ্য, মো. জাহেদুল হক কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।

ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়