ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বর্ণের দামে রেকর্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:২৩, ১৬ এপ্রিল ২০২৫
স্বর্ণের দামে রেকর্ড

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বেড়েছে স্বর্ণের দাম, আর তাতেই গড়েছে নতুন রেকর্ড। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 

বাজুস জানায়, বুধবার (১৬ এপ্রিল) প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকায়। নতুন দাম অনুযায়ী, একদিনেই স্বর্ণের দাম বাড়ছে ৩ হাজার ৩৩ টাকা, যা এবার পর্যন্ত সর্বোচ্চ এক দিনের বৃদ্ধি।

নতুন মূল্যহার অনুযায়ী:

২২ ক্যারেট: ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা

২১ ক্যারেট: ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা

তবে স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমান রুপার দাম:

২২ ক্যারেট: ২ হাজার ৫৭৮ টাকা

২১ ক্যারেট: ২ হাজার ৪৪৯ টাকা

১৮ ক্যারেট: ২ হাজার ১১১ টাকা

সনাতন পদ্ধতি: ১ হাজার ৫৮৬ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের এই ঊর্ধ্বগতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে শুল্ক যুদ্ধের জেরে তৈরি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

ঢাকা/এনএফ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়