দাম বাড়ার শীর্ষে ফু-ওয়াং সিরামিক
ঈদের পরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২৫ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটি শেয়ারের দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ফু-ওয়াং সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.১০ টাকা। ২৫ জুলাই কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর বড়ে দাঁড়িয়েছে ২৪.৩০ টাকায়। ফলে, ফু-ওয়াং সিরামিকের শেয়ারের দাম ২.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
ডিএসই’র দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে জিপিএইচ ইস্পাতের ৯.৯৪ শতাংশ, মেঘনা সিমেন্টের ৯.৯২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯.৮৭ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৭৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭৪ শতাংশ, এমআই সিমেন্টের ৮.৭০ শতাংশ, একটিভ ফাইনের ৮.৪০ শতাংশ, সাইফ পাওয়ারের ৭.৯৮ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকের ৭.৮৩ শতাংশ।
ঢাকা/এনটি/রফিক