ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

দাম বাড়ার শীর্ষে কপারটেক ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৯ জুলাই ২০২১  
দাম বাড়ার শীর্ষে কপারটেক ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৯ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পনিগুলোর মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটি ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার (২৮ জুলাই) লেনদেন শেষে কপারটেকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ টাকায়। আর বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৩৯.৬০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ারের দাম ৩.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এএফসি এগ্রোর ৯.৭৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৭৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৬৭ শতাংশ, ফার কেমিক্যালের ৮.৩৯ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৭.২৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.২২ শতাংশ, সোনালী পেপারের ৬.৪৯ শতাংশ এবং খান ব্রাদার্সের ৬.১৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

আরো পড়ুন:

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়