ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

সামিট পাওয়ারের মদনগঞ্জ প্ল্যান্টের কার্যক্রম বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২১  
সামিট পাওয়ারের মদনগঞ্জ প্ল্যান্টের কার্যক্রম বন্ধ

পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের মদনগঞ্জ পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়েছে। বর্তমানে প্ল্যান্টটির কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাওয়ার প্ল্যান্টটির বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল ১০২ মেগাওয়াট। এই প্ল্যান্টটির পিপিএর মেয়াদ বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।  তবে সেক্ষেত্রে কোনো প্রকার গ্যারান্টি ছাড়াই ‘নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট’ পদ্ধতি অবলম্বন করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সামিট পাওয়ার কর্তৃপক্ষ বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) থেকে ৬৩১ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা পেয়েছে। কোম্পানি উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের রিট পিটিশনে আবেদনের মাধ্যমে ওই প্রাপ্য টাকা ফেরত পেয়েছে।

এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়