ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে হিমাদ্রির শেয়ারদর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৯ আগস্ট ২০২৩  
সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে হিমাদ্রির শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৮ আগস্ট সিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯৭৮.২০ টাকায়। আর ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৫৭৫.২০ টাকায়। অর্থাৎ এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫৭৯ টাকা বা ৬১.০৩ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়