ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

দেশ জেনারেল ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৯ আগস্ট ২০২৩  
দেশ জেনারেল ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (ডিজিআইসি) লিমিটেড ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটিকে ‘এ’ থেকে 'বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে কোম্পানি দুটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এতথ্য জানা যায়।

তথ্য মতে, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (ডিজিআইসি) লিমিটেড ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার থেকে কোম্পানিটি  ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না।

এদিকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার থেকে কোম্পানিটি  ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না।

ঢাকা/এনটি/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়