ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

দীর্ঘদিন ধরে মেঘনা পেট ও কনডেন্সড মিল্কের উৎপাদন বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৭ সেপ্টেম্বর ২০২৩  
দীর্ঘদিন ধরে মেঘনা পেট ও কনডেন্সড মিল্কের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত মেঘনা গ্রুপের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্কের উৎপাদন দীর্ঘ দিন যাবত বন্ধ রয়েছে। কোম্পানি দুইটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানি দুইটির মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ জানিয়েছে দীর্ঘদিন ধরে তাদের উৎপাদন বন্ধ রয়েছে। আর মেঘনা কনডেন্স মিল্ক জানিয়েছে গত তিন বছর ধরে উৎপাদনে নেই তারা।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। আর মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৪৩.৫৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৬.৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে, মেঘনা কনডেন্সড মিল্কও শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। আর মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩৭.৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬২.৫৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়