ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ারদর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৩  
সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ।

রোববার (১০ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ৭ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২৯ আগস্ট ছিল ৫৫.৯০ টাকায়। আর ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৭.৯০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২৩ আগস্ট ছিল ৪৩.৭০ টাকায়। আর ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৯.১০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২৯ আগস্ট ছিল ৪৭.৯০ টাকায়। আর ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৩.২০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৫.৩০ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়