ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

টিউবলাইটের যন্ত্রাংশ উৎপাদন করবে বিডি ল্যাম্পস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৩  
টিউবলাইটের যন্ত্রাংশ উৎপাদন করবে বিডি ল্যাম্পস

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিদ্যমান কারখানায় নতুন প্রডাকশন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি নরসিংদীতে নিজস্ব কারখানায় টিউবলাইটের প্লাস্টিক পার্টস উৎপাদনের জন্য উৎপাদন লাইন স্থাপন করবে। এ প্রকল্পে ব্যয় হবে ১ কোটি ১১ লাখ টাকা। বিডি ল্যাম্পস ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রকল্পের ব্যয় মেটাবে।

বিডি ল্যাম্পস জিএলএস বাল্ব আউটসোর্স করবে এবং জিএলএস প্রডাকশন লাইন বন্ধ করবে। কোম্পানিটি আশা করছে, এখান থেকে রাজস্ব ছাড়া ৩৭ লাখ টাকা মুনাফা হবে।

গত বছরে বিডি ল্যাম্পসের বিক্রি ৫০ শতাংশ কম হয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় জিএলএস বাল্প উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়