ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:০৯, ১৯ অক্টোবর ২০২৩
সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।  

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে মোট ৩০৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৭৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।  

ডিএসইতে মোট ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ লাখ টাকা।  

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১১০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে।  

সিএসইতে ১৫১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।

দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৪৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এনএফ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়