ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ল্যাবরেটরি স্থাপনে জমি কিনবে রেনাটা কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৯ নভেম্বর ২০২৩  
ল্যাবরেটরি স্থাপনে জমি কিনবে রেনাটা কোম্পানি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের পরিচালনা পর্ষদ ল্যাবরেটরি স্থাপনের লক্ষ্যে ২৫.৩২ ডেসিমেল জমি কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

রোববার (১৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি কাকরাইলের রমনায় ইস্কাটন গার্ডেনের ভবনে ৭ হাজার ২০০ স্কয়া ফিট জায়গা কিনবে। জমি কিনতে কোম্পানির রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া ৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় হবে। রেনাটা লিমিটেড এই জমি ডাইগোনিস্টিক ল্যাবরেটরি স্থাপনের কাজে ব্যবহার করবে।

প্রসঙ্গত, রেনাটা লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৪.৫৬ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়