ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

এগ্রো অর্গানিকার ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনে ত্রিপাক্ষিক চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২৭ নভেম্বর ২০২৩  
এগ্রো অর্গানিকার ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনে ত্রিপাক্ষিক চুক্তি

ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে এগ্রো অর্গানিকা পিএলসির ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং এগ্রো অর্গানিকা পিএলসির মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ত্রিপাক্ষিক এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এগ্রো অর্গানিকার সাবস্ক্রিপশন ২৭ নভেম্বর শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র ডেপুটি ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, এগ্রো অর্গানিকার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজহার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিএসই, সিএসই, এগ্রো অর্গানিকা ও ইস্যুয়ার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়