ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডিএসই’র শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৬ ডিসেম্বর ২০২৩  
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডিএসই’র শ্রদ্ধা

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) কর্তৃপক্ষ।

ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন—ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শহীদুল ইসলাম, মো. শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান, প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন৷ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন৷ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

 

এনটি/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়