ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য ঠেকাতে সক্রিয় ডিএসই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ২৪ জানুয়ারি ২০২৪  
আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য ঠেকাতে সক্রিয় ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে যেসব আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়, সেখানে অনেক সময় অনেক তথ্য গোপন ও অসত্য তথ্য প্রকাশ করা হয়। এর ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। ডিএসই নিয়মিত এ বিষয়ে কাজ করছে। যেসব ব্যক্তি কর্পোরেট গভর্নেন্স বিষয়ে কাজ করেন, তাদের আরও অধিক সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, যাতে বিনিয়োগকারীরা উপকৃত হন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ডিএসই ট্রেনিং একাডেমিতে ‘কমপ্লায়েন্স ইন কর্পোরেট গভর্নেন্স বাই ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজ’ শীর্ষক দুই দিনব্যাপী (২২-২৩ জানুয়ারি) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৪ জানুয়ারি) ডিএসই থেকে পাঠানো সংবদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেছেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীজন যদি নিজ নিজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুশাসন ও তার পরিপালন নিশ্চিত করেন, তাহলে সার্বিকভাবে দেশে উন্নত ও সমৃদ্ধ পুঁজিবাজার প্রতিষ্ঠা হবে।

প্রশিক্ষণ কর্মশালায় কর্পোরেট গভর্নেন্সের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কোম্পানি সচিব ও ডিএমডি এটিএম তাহমিদুজ্জামান, ডিএসই’র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, সিজি অ্যান্ড এফআরসি ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়