ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা সাময়িক বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৮ জানুয়ারি ২০২৪  
স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা সাময়িক বন্ধ

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকায় পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেডের কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

রোববার (২৮ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরবর্তী আর্থিক সংকট, বর্তমান বৈশ্বিক নেতিবাচক পরিস্থিতি, কাঁচামালের ঘাটতি এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে গত ২৬ জানুয়ারি থেকে সাময়িকভাবে কোম্পানিটির কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এদিকে, ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক জানিয়েছিল, কয়েক বছর ধরে কোম্পানিটির ব্যবসা ভালো যাচ্ছে না। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির বড় লোকসান হয়েছে। এতে কোম্পানিটির ইক্যুইটি ঋণাত্মক হয়ে গেছে। এছাড়া, চলতি সম্পদের থেকে চলতি দায়ের পরিমাণ অনেক বেশিতে দাঁড়িয়েছে। এর মধ্যে আবার কোম্পানি কর্তৃপক্ষ মূলধনের থেকেও বেশি সম্পদ দেখিয়েছে। যে কোম্পানিটির চলতি মূলধনের সংকটে দ্রুত ব্যাংক ঋণ বাড়ছে। ভবিষ্যতে কোম্পানিটির ব্যবসা টিকিয়ে রাখা হুমকির মধ্যে পড়েছে।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়