ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

৫ কোম্পানির লোকসান বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২৯ জানুয়ারি ২০২৪  
৫ কোম্পানির লোকসান বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক প্রান্তিক (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-অলিম্পিক এক্সেসরিজ, জিলবাংলা সুগার মিলস, আজিজ পাইপস,  রেনউইক যজ্ঞেশ্বর ও এপেক্স ট্যানারি।

অলিম্পিক এক্সেসরিজ: কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩৬) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২১) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে (০.১৫) টাকা।

জিলবাংলা সুগার মিলস: কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩৬.৭১) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩২.৮৪) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে (৩.৮৭) টাকা।

আজিজ পাইপস: কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.২৯) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.১৪) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে (০.১৫) টাকা।

রেনউইক যজ্ঞেশ্বর: কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৪.৯০) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (১০.৫৭) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে (৪.৩৩) টাকা।

এপেক্স ট্যানারি: কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৭১) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩.৪৮) টাকা। সেহিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে (০.২৩) টাকা।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়