ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

হাক্কানি পাল্পের নতুন চেয়ারম্যান গোলাম রসূল মুক্তাদির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৪  
হাক্কানি পাল্পের নতুন চেয়ারম্যান গোলাম রসূল মুক্তাদির

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. গোলাম রসূল মুক্তাদির।

রোববার (৪ ফেব্রুযারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের পরিচালক মো. গোলাম রসূল মুক্তাদিরকে পরিচালনা পর্ষদ সদস্যরা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এখন থেকে তিনি কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তিনি গত ৩ ফেব্রুয়ারি থেকে কোম্পানির দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে। কোম্পানির পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৪.৪২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৫৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৯.৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

/এনটি/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়