ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কারণ ছাড়াই বাড়ছে বিডি ফাইন্যান্স ও শাইনপুকুরের শেয়ারের দর 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
কারণ ছাড়াই বাড়ছে বিডি ফাইন্যান্স ও শাইনপুকুরের শেয়ারের দর 

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ফাইন্যান্স এবং সিরামিকস খাতের শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং খাদ্য ও আনুসঙ্গিক খাতের ফু-ওয়াং ফুডস লিমিটেডের কর্তৃপক্ষ তাদের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই বলে জানিয়েছে।

সম্প্রতি বিডি ফাইন্যান্স এবং শাইন পুকুর সিরামিকসের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই পৃথক চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি দুটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে বাংলাদেশ ফাইন্যান্সের গত ২৯ জানুয়ারি শেয়ার দর ছিল ২১.৩০ টাকায়। আর ৬ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৯ টাকায়। অর্থাৎ এই ছয় কার্যদিবসে মাসে শেয়ারটির দর বেড়েছে ৭.৭০ টাকা বা ৩৬.১৫ শতাংশ।

শাইন পুকুর সিরামিকসের গত ২৯ জানুয়ারি শেয়ার দর ছিল ২৮.৩০ টাকায়। আর ৬ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪১.৩০ টাকায়। অর্থাৎ এই ছয় কার্যদিবসে মাসে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা বা ৪৫.৯৪ শতাংশ।
 

এনটি/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়