ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ০.৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ বিতরণে মিউচুয়াল ফান্ডটির রেকর্ড ডেট আগামী ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইউনিটপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। আগের হিসাব বিষয় বছরের একই সময়ে কোম্পানির ইউনিটপ্রতি লোকসান ছিল ০.০৭ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর মিউচুয়াল ফান্ডটির ক্রয়মূল্যে নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৮৮ টাকা। আর বাজার মূল্যে নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.০৮ টাকা।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়