ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৯ মার্চ ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ থেকে ৭ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ফাইন ফুডসের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৪৯.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ৫৮.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম ৮.৯ টাকা বা ১৮.০২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ১৬.৩২ শতাংশ, গোল্ডেন সনের ১৫.৭৬ শতাংশ, ফাইন ফুডসের ১৩.১৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১০.০৭ শতাংশ, আফতাব আটোমোবিলসের ৭.৬৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালসের ৫.২৫ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ৫.০৭ শতাংশ এবং আল-হাজ্জ টেক্সটাইল মিলসে ৩.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এনটি/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়