ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১৬ মার্চ ২০২৪   আপডেট: ১১:৫৪, ১৬ মার্চ ২০২৪
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ মার্চ) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শনিবার (১৬ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৫৫ লাখ ০৪ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৫৯ কোটি ৫২ লাখ ১০ হাজার বা ৫.৭১ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন সনের ৫ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৯৮৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য যার বাজার মূল্য ১২৫ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা বা ৪.৪৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা লোভেলো আইসক্রিমের ২ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৮৯৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১১২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা বা ৪.০১ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৩.৯৫ শতাংশ, এসএস স্টিলের ২.৮৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে ২.৫৬ শতাংশ, আলিফ ইন্ড্রাস্ট্রিজের ২.৫০ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ২.১৪ শতাংশ, আফতাব অটোর ১.৮৬ শতাংশ ও ফরচুন সুজের ১.৮৬ শতাংশ লেনদেন হয়েছে।

এনটি/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়