অর্ধবার্ষিকে কৃষিবিদ ফিডের মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্ম ও বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের অর্ধবার্ষিক প্রান্তিক (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫০ শতাংশ বেড়েছে।
সোমবার (১৮ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫০ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.২৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৩০ টাকায়।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০.৩৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ০.২১ টাকা।
/এনটি/এসবি/