ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কারণ ছাড়াই বাড়ছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৫ মার্চ ২০২৪  
কারণ ছাড়াই বাড়ছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা কারণ ছাড়াই পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ মার্চ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেড়ছে, ডিএসইতে গত ৬ মার্চ কোম্পানির শেয়ারের দাম ছিল ২২ টাকা। আর ২৪ মার্চ কোম্পানির শেয়ারের দাম ৪৯.৭০ টাকায় উন্নীত হয়। ফলে এই কয়েক কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ২৭.৭০ টাকা।

এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়