ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

সোনারগাঁ টেক্সটাইলের ব্যবসা পরিচালনা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৫ মার্চ ২০২৪  
সোনারগাঁ টেক্সটাইলের ব্যবসা পরিচালনা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের ব্যবসা পরিচালনা করা সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরীক্ষক। কোম্পানির সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছে, সোনারগাঁও টেক্সটাইলের ২০২২-২৩ অর্থবছরে ৪৭ লাখ টাকার পরিচালন লোকসান হয়েছে। আর কোম্পানির পুঞ্জীভূত লোকসান হয়েছে ১৬ কোটি ১০ লাখ টাকা। এ অবস্থায় কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সোনারগাঁও টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। কোম্পানির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে ৫৫.৫৫ শতাংশ পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের হাতে মালিকানা রয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোম্পানির শেয়ার ২৫.৩০ টাকায় লেনদেন করছে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়