ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নাভানা ফার্মার নতুন সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৩ এপ্রিল ২০২৪  
নাভানা ফার্মার নতুন সচিব নিয়োগ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লরেন্স শ্যামল মল্লিক। তার নিয়োগের বিষয়টি গত ১ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে। এর আগে কোম্পানির সচিব হিসবে দায়িত্ব পালন করেন জয়নুল আবেদিন। তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। তার পরিবর্তে লরেন্স শ্যামল মল্লিককে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

প্রসঙ্গত, নাভানা ফার্মাসিউটিক্যালস ২০২২ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে। এবং এই টাকা কোম্পানির নতুন উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্ফোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে আইপিও থেকে প্রাপ্ত অর্থের ৭১ দশমিক ৩১ শতাংশ টাকা খরচ করেছে কোম্পানিটি।

সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়