ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৭ এপ্রিল ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ এপ্রিল) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

শনিবার (২৬ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানির ৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৬৬ শতাংশ। এতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

আরো পড়ুন:

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৭৫ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ২৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৬০ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-গোল্ডেন সনের ৩.৭৭ শতাংশ, আলিফ ইন্ড্রাস্ট্রিজের ৩.০২ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ২.৬৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ২.৪৭ শতাংশ, স্যালভো কেমিক্যালের ২.২২ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ২.১৯ শতাংশ ও বিচ হ্যাচারির ২.১৩ শতাংশ লেনদেন হয়েছে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়