সাপ্তাহিক দাম কমার শীর্ষে যেসব কোম্পানি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল থেকে ২ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২৬ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৬.৬১ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৭.৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩.১০ টাকা। এর ফলে কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১১.৪৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৯.০৯ শতাংশ, ইফাদ অটোসের ৮.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৮.৩৫ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৮.১১ শতাংশ, মেঘনা সিমেন্টের ৮ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৫ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের ৭.৫৪ শতাংশ শেয়ার দর কমেছে।
/এনটি/এসবি/