ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

সিএসই-৫০ সূচক সমন্বয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৪ মে ২০২৪  
সিএসই-৫০ সূচক সমন্বয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়। সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ২৩ মে থেকে কার্যকর হবে।

গতকাল সোমবার (১৪ মে) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড ।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- ইফাদ অটোস পিএলসি, আরএকে সিরামিকস (বিডি) লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৫৭.০২ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৬১.০৩ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩১  ডিসেম্বর ২০২৩ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হলো ৭০.০৪ ভাগ।

/ঢাকা/এনটি/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়