ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিবি সিকিউরিটিজের শেয়ার কেনার সীমা বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২০ মে ২০২৪  
আইসিবি সিকিউরিটিজের শেয়ার কেনার সীমা বাড়ল

পুঁজিবাজারকে সহায়তা করতে স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আএসটিসিএল) শেয়ার কেনার সীমা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, আইসিবি সিকিউরিটিজের নন-মার্জিন লিমিট বা বিনিয়োগের সীমা ১০ কোটি থেকে ৫০ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ ব্রোকারেজ হাউজটি মার্জিন বা গ্যারান্টি ছাড়াই ৫০ কোটি টাকার শেয়ার কিনতে পারবে। এক্ষেত্রে আইসিবি বা আইসিবি সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জকে কর্পোরেট গ্যারান্টি দেবে।

বর্তমানে ব্রোকারেজ হাউজগুলো কোনো মার্জিন বা গ্যারান্টি ছাড়া ১০ কোটি টাকার শেয়ার কিনতে পারে। এর বেশি কিনতে গেলে ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তবে, আইসিবি সিকিউরিটিজের ক্ষমতা ৫০ কোটি টাকা করলো বিএসইসি।

পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়