ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সম্পদ পুনর্মূল্যায়ন করবে এনভয় টেক্সটাইল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৯ মে ২০২৪  
সম্পদ পুনর্মূল্যায়ন করবে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, কোম্পানি মূলত তার জমির পুনর্মূল্যায়ন করবে। ময়মনসিংহ জেলার ভালুকা থানার জমিরদিয়া মৌজায় এনভয় টেক্সটাইলসের ৩ হাজার ৯৬৯ দশমিক ৯৭ ডেসিমেল জমি রয়েছে। এই জমিতেই কোম্পানির কারখানা অবস্থিত। এ ছাড়া, রাজধানীর কলাবাগান থানার পশ্চিম পান্থপথে কোম্পানির জমি ও ভবন রয়েছে। এগুলো পুনর্মূল্যায়ন করা হবে।

এনভয় টেক্সটাইলস কর্তৃপক্ষের ভাষ্য, সম্পদ পুনমূল্যায়নের মধ্য দিয়ে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থার চিত্র উঠে আসবে।

এদিকে সম্পদ পুনর্মুল্যায়ন করার জন্য একটি অডিট কোম্পানিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়