ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

জমি ইজারা নেবে হামি ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২ জুন ২০২৪  
জমি ইজারা নেবে হামি ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ জমি ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাঁদগাঁও মোহাম্মদপুর এলাকায় কোম্পানিটি ৭০৫ শতক জমি ইজারা নেবে কোম্পানিটি।

রোববার (২ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদপুর এলাকার মো. সালামতউল্লাহ এবং তারিকুল ইসলাম ভুঁইয়া থেকে সাড়ে ২৩ বিঘা বা ৭০৫ শতক জমি ১ জুন থেকে আগামী পাঁচ বছরের জন্য ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। এতে কোম্পানিটির প্রতি বছর ইজারা বাবদ খরচ হবে ৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

কোম্পানিটি আরও জানায়, উভয় পক্ষের চুক্তি সম্পন্ন হলে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির উৎপাদন অন্তত ৫ কোটি টাকা বাড়বে। যেখানে বছর শেষে কোম্পানিটি ১ কোটি টাকার সমপরিমাণ মুনাফা করতে পারবে।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়